Skip to main content

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

আব্দুর রাজ্জাক : চীনে একটি কয়লা খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন খনি শ্রমিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবারের ধসের ঘটনায় এ পর্যন্ত ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং দু’জন নিখোঁজ ছিলো যাদের পরে মৃত ঘোষণা করা হয় বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছেন। ইয়ন

স্থানীয় সময় শনিবার বিকাল ৪:৩০ টার দিকে বাইজি মাইনিং কোম্পানিতে ধসের ঘটনা ঘটে। এটি দেশটির উত্তরাঞ্চলীয় শহর শেনমুর লিজিয়াগৌ এলাকায় অবস্থিত। দুর্ঘটনার সময় খনিটিতে ৮৭ জন শ্রমিক কাজ করছিলো বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

পুরো পৃথিবীতেই খনি শিল্প ঝুঁকিপূর্ণ বিশেষত, চীনে এই শিল্পে কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় প্রতি বছর বহু শ্রমিক নিহত হয়। তবে শনিবারের দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাই তদন্ত অব্যাহত রয়েছে বলে খনি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
 

অন্যান্য সংবাদ