Skip to main content

চবাহার বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল ভারত

ইরানের দক্ষিণপূর্বাঞ্চল বন্দর চবাহারে ভারত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। চবাহারের শহীদ বেহেস্তি বন্দর অংশে ভারত এ কার্যক্রম শুরু করেছে। ভারতের শিপিং মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত বছর অক্টোবরে ইরান, ভারত ও আফগানিস্তান চবাহার বন্দর ব্যবহারে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছাড়াই এ তিনটি দেশ চবাহার বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রফতানির জন্যে ওই চুক্তি অনুসারে প্রকল্পটি ট্রানজিট হাব হিসেবে বাস্তবায়ন করছে। গত ৩০ ডিসেম্বের সাইপ্রাস থেকে ৭২ হাজার ৪৫৮ টন ভুট্টা নিয়ে একটি জাহাজ চবাহার বন্দরে এসে পৌঁছেছে। ভারত চবাহার বন্দরে ৮৫.২১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তেহরান টাইমস
 

অন্যান্য সংবাদ