Skip to main content

কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

কানাডার রাজধানী অটোয়াতে শুক্রবার দুপুরে একটি দোতোলা বাস দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।  শহরটির মেয়র জিম ওয়াটসন স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিএনএন

কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা পৌনে ৩ টার দিকে অটোয়ার ওয়স্টেবোর বাস স্টেশনের সঙ্গে বাসটি সংঘর্ষ হয়। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অটোয়ার পুলিশ প্রধান চার্লস বর্ডেলু বলেন, ‘দুর্ঘটনার পর কিছু মানুষ বাসের ভিতর আটকা পড়ে ছিলো সেখান থেকে তাদের আমরা উদ্ধার করি।’ তিনি আরও জানান, দুর্ঘটনার কারনটি তদন্ত করা হচ্ছে এবং বাসটির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অটোয়ার পাবলিক পরিবহন ওসি ট্রান্সপো সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাসটি ঘুরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল 


 

অন্যান্য সংবাদ