শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:২২ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের সাংসদ শরীফকে আবারও সোনার নৌকায় সংবর্ধনা

মাহমুদুল হাসান রতন: ময়মনসিংহের তারাকান্দা-ফুলপুর আসনের সংসদ সদস্য শরীফ আহমেদকে আবারও সোনার নৌকায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এবারের উপলক্ষ তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের জাতীয়করণ।স্থানীয় রাজনীতিবিদরা ওই আয়োজন নিয়ে সমালোচনা করলেও এমপি শরীফ সেখানে নিন্দনীয় কিছু দেখছেন না।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ প্রায় এক বছর আগে সরকারি হয়। ওই কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ ময়মনসিংহ-২ আসনের সাংসদ শরীফের ছোট ভাই। তিনিই সাংসদের হাতে সোনার নৌকা তুলে দেন।

কলেজের মাঠে রোববার সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। কলেজ রোড, কলেজের ফটক এবং মাঠে সাংসদের ছবি সম্বলিত চারটি তোরণ বসানো হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুল আলম জানান, এলাকার প্রায় ১০-১২ হাজার লোক এসেছিল মমতাজের গান শুনতে। আমন্ত্রিত অর্ধশতাধিক অতিথির জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল।

কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজিজুন নাহার লাকী বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মহোদয়ের কৃতিত্বের জন্য তাকে কলেজের পক্ষ থেকে সোনার নৌকা উপহার দেওয়া হয়েছে।

আর সাধারণ মানুষকে আনন্দ দিতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এমপিকে উপহার দেওয়া নৌকায় দুই ভরি সোনা ছিল। সব মিলিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খরচের বিষয়ে কোনো তথ্য দেয়নি।

অধ্যক্ষ সাজ্জাদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগ শরীফকে সোনার নৌকায় সংবর্ধনা দিলে সে সময় ব্যাপক সমালোচনা হয়।

রোববার আবারও তাকে সোনার নৌকা দেওয়ার সমালোচনা করে এ আসনে সাবেক সাংসদ হায়াতুর রহমান খান বেলাল বলেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না।

শেখ হাসিনা নিজের আরাম-আয়েশ ত্যাগ করে যেখানে মানুষের সেবায় কাজ করছেন, সেখানে এই সংবর্ধনার কোনো প্রয়োজন ছিল না।কলেজ জাতীয়করণ হওয়া আনন্দের বিষয়। কিন্তু বেশি আনন্দ এই সময় দলের জন্য ক্ষতিকর।

এব্যাপারে সাংসদ শরীফ আহমেদ বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় তারাকান্দার মানুষ উচ্ছ্বসিত। তাই কলেজ কর্তৃপক্ষ আমার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে। এতে সমালোচনা হওয়ার কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়