শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মাটিতে ভারতীয় বিদ্রোহীদের কোন ঘাঁটি নেই : বিএসএফ

মাছুম বিল্লাহ : বাংলাদেশের মাটিতে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করা হলেও এই প্রথমবারের মতো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোন ঘাঁটি বা আস্তানা নেই।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা পিটিআই’কে জানান যে, গত কয়েক বছর ধরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে চমৎকার ও ইতিবাচক সহযোগিতার কারণে এই অর্জন সম্ভব হয়েছে।

শর্মা বলেন, আমরা যখনই বাংলাদেশে উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্রোহীদের অবস্থান বা সীমান্ত পারাপারের ব্যাপারে খবর পেয়েছি তৎক্ষণাৎ তা প্রতিপক্ষের সীমান্ত রক্ষী বাহিনী (বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি)’কে অবহিত করেছি। তারা তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করেছে। ফলে বিদ্রোহীদের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির সংখ্যা শূন্যে নেমে এসেছে।

শর্মা বলেন, বাংলাদেশে এখন ভারতীয় বিদ্রোহীদের কোন স্থায়ী শিবির নেই। এখন কিছু থাকলেও সেগুলো ভাসমান প্রকৃতির। ভারতীয় পক্ষ একে উত্তরপূর্বাঞ্চলীয় বিদ্রোহ দমন প্রচেষ্টায় একটি বড় রকমের সফলতা হিসেবে দেখছে।

বিএসএফ কর্মকর্তারা জানান যে, বাংলাদেশের খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ত্রিপুরা ও মিজোরামের বিদ্রোহীদের ভারত-বিরোধী তৎপরতা বন্ধ করতে করতে বিজিবি সেখানে বেশ কিছু দমন অভিযান চালায়। ফলে এসব বিদ্রোহী গোষ্ঠী সেখান থেকে পালিয়ে গেছে। এসব এলাকায় বিজিবি স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে বলেও জানান বিএসএফ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়