শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে ফিল হিউজ চলে গেছেন অনেক দিন আগে। ২০১৪ সালে মাথায় বলের আঘাত পেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। হিউজের ওই ঘটনার পর অনেক পদক্ষেপ নিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে হেলমেট আকার বড় করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেট মাঠের বড় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হিউজের মৃত্যুর পরও পাঁচজন ক্রিকেটারের মাঠে মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। যার সর্বশেষটি ভারতের তরুণ ক্রিকেটার পদ্মনাভ।

ভারতের পদ্মনাভ অবশ্য বলের আঘাতে বা অন্য কোন ক্রিকেটীয় আঘাতে মৃত্যু বরণ করেননি। মাঠে বোলিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কাসরগড় এলাকায়। স্থানীয় একটি টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয় পদ্মানাভের।

২০ বছর বয়সী এই ক্রিকেটার পদ্মানাভের মাঠেই লুটিয়ে পড়ার দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন কে বা কারা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, বোলিং করার জন্য আম্পায়ারের পাশে দাঁড়িয়ে আছেন পদ্মানাভ। বোলিং করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু বোলিং না করে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দুই দলের ক্রিকেটার ও আম্পায়ার ছুটে আসেন তার দিকে।

এরপর জানা যায়, কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পদ্মানাভের। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেন, মাঠেই মৃত্যু হয়েছে তার। এর আগেও ২০১৫ সালে মাঠে মৃত্যু হয় এক ভারতীয় ক্রিকেটারের। -কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়