শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৩ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে হবে

ড. আব্দুল্লাহ হেল কাফি : অনেক আগে থেকে আমরা একটি বিষয় দেখে আসছি, মুসলিমে-মুসলিমে ঐক্যতা নেই। মুসলিম সবসময় একে অন্যের শত্রু হয়ে আছে। এটা আমাদের দেশসহ আরব দেশগুলোও একে অন্যের সাথে তেমন ভালো সম্পর্ক নেই। আমরা দেখেছি, কুয়েত-ইরাকের যুদ্ধ, ইরাক-ইরানের যুদ্ধ। এই মুসলিম দেশগুলো একে অন্যকে ধ্বংস করার কাজে লেগে আছে। কিছু দিন আগে দেখেছি, সৌদি আরব কাতারের বিরুদ্ধে অবরোধ করেছিল। সৌদির সাথে অনেক মুসলিম দেশের সম্পর্ক তেমন ভালো নেই। তুরস্ক একটি মুসলিম বড় শক্তির দেশ। তাদের সাথেও অন্য মুসলিম দেশগুলোর ভালো সম্পর্ক নেই। জেরুজালেমের বিষয়টি নিয়ে ওআইসি সম্মেলন করেছিল।

সেখানে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানও গিয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জেরুজালেম আমাদের মুসলিমদের পবিত্রস্থান। তাই জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ওআইসি সম্মেলনে আমাদের মুসলিম বিশ্বের বড় দেশ, সৌদি আরব অংশ নেয়নি। তাহলে বুঝা যাচ্ছে, আমাদের মুসলিমদের মধ্যে ঐক্যতা নেই। তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তটি নিয়েছেন, এটার বিরুদ্ধে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি। আমাদের মুসলিমদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। তারপর এই সব বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, না হলে ট্রাম্পের সিদ্ধান্তকে পাল্টানো কখনোই সম্ভব হবে না।

পরিচিতি : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাবি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়