শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৫ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি মামলায় হাংড়ীডাকের মালিক কাবুল গ্রেফতার

নুরুল আমিন হাসান: রাজধানীর উত্তরায় গুলি করে বাড়ি দখলের অভিযোগে চাঁদাবাজি মামলায় হাংড়ীডাকের মালিক মাহবুব হাসান ওরফে কাবুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের হাংড়ীডাক রেস্টুরেন্ট থেকে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হলেও রোববার বিকেলে আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান।

গ্রেফতারকৃত কাবুল উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ৮ নং বাড়ীর মৃত মোশারফ হোসেনের ছেলে।

ওসি বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের ব্রিটিশ হোমস নামের একটি বাড়ি ২০১৩ সালের সে গুলি চালিয়ে দখল করেছিল। পরবর্তীতে ওই বাড়ীর মালিকের কাছ আড়াই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনায় বাড়ির মালিক কাজী জাবের উদ্দিন আদালতে অভিযোগ দিলে আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ২৬। ওই মামলায় কাবুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কাবুল অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, কাবুলের লাইসেন্স করা অস্ত্র রয়েছে। এছাড়াও তার লোকজনের মাধ্যমে উত্তরার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত ধরে চাঁদাবাজি করে আসছিল। কিন্তু তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। এ ঘটনা তার অস্ত্রের লাইসেন্স বাতিল করার জন্যও আবেদন করা হয়েছে।

ভুক্তভোগী কাজী জাবের আমাদের সময় ডটকমকে জানান, আমি প্রবাসী। আমার ৭ নম্বর সেক্টরের ওই বাড়িতে মাহমুদ ও জাকির ভাড়া থাকত। কিন্তু তারা বাড়ি ভাড়া না দেওয়ায় আইনগতভাবেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অতঃপর তারা কাবুলের স্বরণাপন্ন হলে কাবুল তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে এলোপাথাড়ি গুলি চালায়। এমতাবস্থায় বাড়ির ভাড়াটিয়ারা চলে গেলে কাবুল ওই বাড়িটি দখল করে। এর পর থেকেই সে আড়াই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়