শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:১২ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংশোধন না করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ ক্ষমতায়ন সম্ভব নয় : ইকতেদার আহমেদ (ভিডিও) 

এ জেড ভূঁইয়া আনাস : সংবিধান অনুযায়ী বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়টি রাষ্ট্রপতির উপর ন্যাস্ত। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতি সকল সিদ্ধান্ত নিবেন। তাই বর্তমান গেজেটের কোনো বিকল্প নেই। তবে সুপ্রিম কোর্টকে পূর্ণাঙ্গ ক্ষমতায়ন করতে হলে অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। টিভিএনএ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ।

এসময় তিনি বলেন, নি¤œ আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে যে গেজেট প্রকাশিত হয়েছে এতে সুপ্রিম কোর্টের ক্ষমতায় কোনো ধরণের প্রভাব পড়বে না। অতীতে বিচার বিভাগের উপর সরকারের প্রভাব যেভাবে ছিলো এখনো সেই অবস্থায়ই রয়েছে। অতীতের সাথে বর্তমানের তুলনা করলে প্রভাবে বিষয়ে কোনো ধরণের পার্থক্য হয়নি।

ইকতেদার আহমেদ বলেন, নি¤œ আদালতের বিচারকদের কোনো বিষয়ে তদন্ত করতে হলে সরকারের নির্দেশে সুপ্রিম কোর্ট করবেন। তবে এক্ষেত্রে যার বিরুদ্ধে তদন্ত করা হবে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তার থেকে উচ্চ পদমর্যাদার অধিকারী হতে হবে। বর্তমান গেজেটে এটা স্পষ্ট বলা হয়েছে, অধঃস্থন আদালতের কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সেক্ষেত্রে যিনি তদন্ত করবেন তিনি অভিযুক্ত কর্মকর্তা থেকে উচ্চ পদমর্যাদার অধিকারী হতে হবে। এটি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন আপিল বিভাগের বিচারকরা তারা সাথে একমত ছিলেন। আইনমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তারা কেন এসকে সিনহার মতামত থেকে সরে এলেন এটা আমার বোধগম্য নয়। তবে এসকে সিনহা যেভাবে গেজেটের প্রস্তাবনা দিয়ে ছিলেন সেটা ছিলো বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়