শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৩ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ হাজার ফুট লম্বা নুডলস!

সাঈদা মুনীর : ১০ হাজার ১০০ ফুট লম্বা এই বিশেষ নুডলের ওজন ৬৬ কেজির বেশি । একটা নুডল কতটুকু লম্বা হতে পারে? ইনস্ট্যান্ট নুডলসের যুগে বেশির ভাগ নুডলসই হয় টুকরো টুকরো ও লম্বায় ছোট। এবার সবচেয়ে লম্বা একটি নুডল বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের একটি খাবারের কোম্পানি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে এই উদ্যোগ। তৈরি নুডলটির দৈর্ঘ্য ১০ হাজার ১০০ ফুট। এই একটি বিশেষ নুডুলসের ওজন ৬৬ কেজির বেশি।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, এই একটি নুডল বানাতে লেগেছে ৪০ কেজি ময়দা, প্রায় ২৭ লিটার পানি ও ৬০০ গ্রাম লবণ। নুডলটি পুরোপুরি হাতে বানানো হয়েছে। কোনো যন্ত্র এতে ব্যবহার করা হয়নি। ময়দা মাখানোর পর কয়েকজনে মিলে তা দিয়ে খামি বানান। পরে তা থেকে সরু নুডলের আকৃতি দেওয়া হয়। এই কাজ করতে সময় লাগে ১৭ ঘণ্টা। চীনের হেনান প্রদেশে নুডল বানানোর এই কর্মযজ্ঞ করা হয়।
নুডলটি তৈরির পুরো কাজটি স্বচক্ষে দেখেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা জন গারল্যান্ড। ১০ হাজার ১০০ ফুট লম্বা নুডলটি রান্নায় ব্যবহার করা হয় রসুন, ডিম, ও টমেটো সস। রান্নার পর চীনের ওই প্রতিষ্ঠানের ৪০০ কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের সামনে তা পরিবেশন করা হয়। বেশ চেটেপুটেই ওই নুডল খেয়েছেন তাঁরা।সূত্র: এনডিটিভি।

এর আগেও লম্বা নুডল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০০১ সালে জাপানে এক হাজার ৮০০ ফুট লম্বা একটি নুডল তৈরি করা হয়েছিল। এত দিন এটিই ছিল লম্বা নুডলের রেকর্ড। এবার সেটিই ভেঙে দিয়েছে চীনের ১০ হাজার ফুটের নুডল।

চীনের বিশেষ দিবস ‘সিনিয়রস ডে’ সামনে রেখে লম্বা নুডল তৈরির আয়োজন করা হয়েছিল। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, চীনে লম্বা নুডলকে ঐতিহ্যের অংশ মনে করা হয়। মূলত দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন কামনা করেই রেকর্ড পরিমাণ লম্বা নুডল তৈরির উদ্যোগ নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়