শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৭ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবে দু:সাহসিক ভিডিও প্রদানে দায়ী দর্শকরাও

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দু:সাহসিক ভিডিও ছড়িয়ে দেয়া শুধু নিছক বিনোদনই নয় বরং একে ঘিরে তৈরি হচ্ছে বিশাল এক শিল্প মাধ্যম। বিনিয়োগের জন্য কোটি কোটি ডলার অর্থও ব্যয় হচ্ছে সমান তালে। সম্প্রতি এরকমই ভিডিও বানিয়ে বিখ্যাত হওয়া উ ইউংলিং নামে এক তরুণের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব।

৬২ তলা ভবনে উ ইউংলিং নামক ওই তরুণ নিরাপত্তা যন্ত্রপাতি ছাড়াই চীনের চাংশা নামক শহরের এক ভবনে ঝুলে পড়ে। সেই অবস্থায় ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়াই ছিল তার উদ্দেশ্য। তবে তার রোমহর্ষক ভিডিও নয় বরং মৃত্যু সংবাদই ঠাঁই পেল চীনা গণমাধ্যমে।

মৃত্যুর পর থেকেই তোলপাড় শুরু হয়েছে সমস্ত পৃথিবীজুড়ে। প্রশ্ন উঠেছে এরকম দু:সাহসিক কাজের ভিডিওগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে। বিশেষজ্ঞদের মতে এই ধরণের মৃত্যুতে দায়ী যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে এবং দর্শক যারা এ ভিডিওগুলো দেখা কিংবা সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে অনুপ্রাণিত করছে। এছাড়াও বিভিন্ন দর্শকদের ‘ডিজিটাল’ উপহারও তাদের উৎসাহ দিচ্ছে।

উ এর মৃত্যুতে অর্থ প্রদানকারী হুওশান যদিও অস্বীকার করছে পুরো বিষয়টি। হুওশানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনোই উ-র বিপজ্জনক স্টান্টকে উৎসাহ দেয়নি, তাদের কাজকে সম্মাননা দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। তবে দি পেপার নামে একটি সংবাদ মাধ্যম বলছে ভিন্ন কথা, তিনি বলছেন এইধরণের ভিডিওগুলো থেকে প্ল্যাটফর্মগুলো প্রচুর মুনাফা অর্জন করে, যার কারণেই তারা উৎসাহ প্রদান করে থাকে। বিবিসি অবলম্বণে

  • সর্বশেষ
  • জনপ্রিয়