শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:২৭ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলফিকে সত্যিকারের মানসিক রোগ বললেন গবেষকরা

সজিব সরকার : ‘আপনি কি সেফলি তোলায় আসক্ত? তাহলে আপনি মানসিক রোগে আক্রান্ত, বলছেন মনস্তাত্ত্বিকরা। দীর্ঘ গবেষণার পর যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় এবং ভারতের থাইগারাজার স্কুল অফ ম্যানেজমেন্টের গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।
এ রোগকে ‘সেলফিটিস’ বলে সম্বোধন করছেন গবেষকরা। সেলফিটিস রোগে আক্রান্ত ব্যক্তিরা যেকোন পরিস্থিতিতে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পরে। অনেক সময় তারা নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করে না। সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা তাদের আরেকটি বিশেষ দিক।
ভারতের প্রেক্ষাপট বিবেচনা করে বিশেষজ্ঞরা এ তথ্যটি প্রকাশ করেছেন। কারণ ভারতে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী বাস করে এবং বিপজ্জনক জায়গায় সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে সেখানেই।
নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ড. মার্ক গ্রিফিথ বলেন, কয়েক বছর আগেই ‘আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন’ এ রোগটিকে মানসিক রোগের তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছিল। এখন আমরা তাদের সাথে একমত প্রকাশ করছি।
তার সহকর্মী ড. জানারথানান বলেন, ‘যারা অধিক সেলফি তুলতে পছন্দ করে তারা আসলে আত্মবিশ্বাসের অভাব অনুভব করে এবং পার্শ্ববর্তী মানুষদের সাথে নিজেকে মানানসই করে তোলার জন্য অধিক হারে সেলফি তোলে। আমি আশা করছি, এটি নিয়ে আরও গবেষণা করা হবে এবং কেন তারা সেলফির উপর আসক্ত হচ্ছে বা আসক্তি দূর করতে কি করা উচিৎ তার উপায় বের করা হবে।’ নিউইয়র্ক পোষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়