শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে স্কুল শিক্ষিকা অপহৃত

আজহারুল হক, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁয়ে শামীমা আক্তার (৪০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক অপহৃত হয়েছেন। অপহৃতা ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

ঘটনাটি ঘটে রোববার সকাল সাড়ে ৬টার দিকে। তিনি ছয়ানী রসুলপুর গ্রামের সূর্যত আলী মন্ডলের মেয়ে।

এ ঘটনায় অপহৃতা শিক্ষিকার ভাই ওয়াহিদুর রহমান বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ, স্কুল ও অপহৃতার ভাই ওয়াহিদুর রহমানের সাথে কথা বলে জানা যায়, , শিক্ষিকা শামীমার সাথে গত ৮ বছর পূর্বে বাড়বাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে আব্দুল হারেজের বিয়ে হয়। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকায় গত ১০ মাস পূর্বে বিচ্ছেদ (ডিভোর্স) হয়ে যায়।

বিচ্ছেদের পর থেকে তার প্রাক্তন স্বামী আনিছ বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছিল।

শিক্ষিকা শামীমা ডায়াবেটিকস রোগে আক্রান্ত থাকার দরুণ প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ার পর বাড়ির সামনের রসুলপুর-শিবগঞ্জ সড়কে হাটাহাটি করতেন।

এ অবস্থায় গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে প্রতিদিনের ন্যায় হাটাহাটি করার সময় বাড়ির অদূরে প্রাক্তন স্বামী আনিছ আরো ৩/৪ জন সহযোগী নিয়ে জোর পূর্বক শিক্ষিকা শামীমাকে সিএনজি চালিত একটি অটো তুলে নিয়ে যায়।

এ সময় শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সিএনজিটিকে ধরতে চেষ্টা করলেও বেপরোয়া গতির কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বলেন, আমি সকালে স্কুলে এসে জানতে পারি তাকে অপহরণ করা হয়েছে।

পরে শামীমার পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা জানান, শামীমাকে তার প্রাক্তন স্বামী ৩/৪ জন সহযোগীকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সামনের রসুলপুর-শিবগঞ্জ সড়ক থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম বলেন, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি অপহৃত শিক্ষিকাকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গফরগাঁও থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, অপহৃতার পরিবারের পক্ষ থেকে আমাকে বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়