শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি ৮৯ দিনে একটি শিরোপা চান রিয়াল কোচ জিদান!

স্পোর্টস ডেস্ক :ভোরের সূর্য নাকি দিনের পূর্বাভাস দেয়। কোচ জিনেদিন জিদানের ক্ষেত্রে ভোরের সেই পূর্বাভাসটা কী দারুণভাবেই মিলে গেল! ব্যর্থতার দায়ে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করে অনভিজ্ঞ জিদানকে যখন প্রধান কোচ করে রিয়াল মাদ্রিদ, সমালোচনার ঝড় উঠে চারদিকে।

কেউ বলেন, জিদানের মতো আনাড়ি একজনকে কোচ করাটা রিয়ালের ভুল সিদ্ধান্ত। কেউ বলেন, জিদান রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবের কোচ হওয়ার যোগ্য নন। তবে ফরাসি মহানায়ক নিন্দুকদের মিথ্যা প্রমাণ করে দেন প্রথম ম্যাচেই।

বেনিতেজের অধীনে খাবি খাচ্ছিল যে রিয়াল, হারিয়ে ফেলেছিল জয়ের পথ, জিদানের অধীনে প্রথম ম্যাচেই সেই রিয়াল দেপোর্তিভো লা করুনিয়াকে উড়িয়ে দে ৫-০ গোলে! কোচ জিদানের অধীনে প্রথম এল ক্লাসিকোতেও ২-১ গোলের জয় পায় য় রিয়াল। তবে শুরুর সেই বিস্ময়কর যাত্রা যে এতো বেশি শিরোপা-প্রসবা হয়ে উঠবে, সেটা কল্পনা করা যায়নি তখনো।

কল্পনা করা না গেলেও সেটাই এখন সত্যি। শনিবার ব্রাজিলিয়ান গ্রেমিওকে হারিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলে তৃতীয় বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল। এর মধ্যদিয়ে রিয়াল গড়ল ১১৫ বছরের ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো এক বছরে ৫ শিরোপা জয়ের কীর্তি।

কোচ জিদানের অর্জনটা আরও বেশি বিস্ময়কর। কোচ হিসেবে এটা তার ৮ নম্বর শিরোপা। বেনিতেজের উত্তরসূরি হিসেবে রিয়ালের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালের ৪ জানুয়ারি। সেই হিসেবে গতকাল শনিবার পর্যন্ত জিদান রিয়ালের কোচের দায়িত্ব পালন করলেন ৭১২ দিন। মানে কোচ হিসেবে জিদান গড়ে প্রতি ৮৯ দিনে জিতলেন একটি করে শিরোপা!

জিদান কোচ হওয়ার পর থেকে এ পর্যন্ত রিয়ালের সামনে সর্বোচ্চ ১০টি শিরোপা জয়ের সুযোগ ছিল। জিদান জেতালেন তার ৮টিই!

কোচ জিদান রিয়ালকে জেতাতে পারেননি শুধু ২০১৫-১৬ মৌসুমের লিগ এবং গত মৌসুমের কোপা ডেল রের শিরোপা। এছাড়া বাকি সব টুর্নামেন্টেই বিজয়ী জিদানের রিয়াল। যার মধ্যে রয়েছে দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়, দুবার উয়েফা সুপার কাপ, দুবার বিশ্ব ক্লাব বিশ্বকাপ এবং একবার করে লিগ ও সুপার কোপা ডি এস্পানা।

এদিকে কোচ জিদানের এখনো দুই বছর পূর্ণ হয়নি। এরই মধ্যে শিরোপা সাফল্যে জিদান জায়গা করে নিয়েছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ শিরোপাজয়ী কোচদের তালিকার দুই নম্বরে। ভাবা যায়! রিয়ালের কোচ হিসেবে তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন একমাত্র মিগুয়েল মুনোজ, ১৪টি।

খেলোয়াড় হিসেবে ফরাসি কিংবদন্তি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্য উচ্চতায়। জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরাদের তালিকায়। কোচ হিসেবেও এরই মধ্যে পেয়ে গেছেন ‘বিশ্বসেরা’ কোচের স্বীকৃতি। যে বিস্ময়কর শিরোপা-যাত্রা শুরু করেছেন, কে বলতে পারে, ধারাটা বজায় থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো ঢুকে পড়বেন ইতিহাসের সবচেয়ে সফল কোচদের তালিকায়! গোল

  • সর্বশেষ
  • জনপ্রিয়