শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০২:১৭ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘ছয় মাসের মধ্যে’ ধর্ষকদের ফাঁসির দাবি: বাতী মালিওয়াল

রবিন আকরাম: যারা শিশু ধর্ষণ করেছে তাদের ৬ মাসের মধ্যে ফাঁসি কার্যকর হওয়া উচিত বলে মনে করেন ভারতের একজন নেতৃস্থানীয় নারী অধিকারকর্মী বাতী মালিওয়াল। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির কাছে এক চিঠিতে এ আবেদন করেছেন বলেও জানান তিনি।

দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচ বছর পূর্তিতে তিনি এই আহ্বান জানান। এ ঘটনা সারা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের জন্ম দেয়।

দিল্লি এখনো ধর্ষণের বাজধানী উল্লেখ করে কমিশন ফর উইমেন নামে ভারতের নারীদের নিরাপত্তা বিষয়ে নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, গত পাঁচ বছরে কিছুই বদলায় নি।

তিনি বলেন, গত মাসেই দেড় বছরের এক শিশুকে পাশবিকভাবে গণধর্ষণ করা হয়েছে, আরেকটি গণধর্ষণ হয়েছে সাত বছরের মেয়ের ওপর। এ ছাড়াও দেড় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে।

স্বাতী মালিওয়াল বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়েসী মেয়ে এবং ছয় জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হচ্ছেন।

জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের কারণে ভারতে এ সংক্রান্ত আইনগুোর সংস্কার করা হয়েছে, বিচার দ্রুত করা এবং পুলিশকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগগুলো আরো গুরুত্বের সাথে নেবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে।

কিন্তু স্বাতী মালিওয়ালের কথায়, এতে সমস্যার সমাধান হয়নি। তার কথায়, জ্যোতি সিংএর মা এখনো বিচার পান নি, কারণ দোষী ব্যক্তিদের এখনো ফাঁসি হয় নি। সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়