শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজে অগ্রিম টাকা নেয়া

মাওলানা যুবায়ের আহমাদ : আমি একজন সামান্য বক্তা। ফেব্রুয়ারি পর্যন্ত শিডিউল প্রায় পূর্ণ। অধিকাংশ দিনই একাধিক প্রোগ্রাম। আমি হাদিয়া চুক্তি করি না; এডভান্স চাই না, পরেও চাই না। কিন্তু কিছু ঘটনায় আয়োজকদের প্রতি অনেক কষ্ট পেয়েছি।

ঘটনা-১ : ভৈরবের এক লোক আমার মসজিদে এসে জুমা পড়ে দাওয়াত দিয়েছিলেন গত অক্টোবরে। অনুরোধ করেছিল সেদিন যেন অন্য কোনো প্রোগ্রাম না নিই। এরই মধ্যে কয়েকটি বড় বড় প্রোগ্রামের রিকোয়েস্ট এলে আমি ওই কর্তৃপক্ষকে ফোন করে একিধিকবার জেনেছি প্রোগ্রাম হবে কি-না। বলেছে অবশ্যই হবে।

আমি যেন দ্বিতীয় কোনো মাহফিল না নিই। প্রোগ্রামের দিন সকালেও বলেছে প্রোগ্রাম হবে। মাহফইে আমি গাড়ি নিয়ে বের হলাম জহুরের পর। অর্ধেক পথ যাওয়ার পর সেই লোকটি ফোন করে মাফ চাইতে লাগল। বলল মাহফিল হবে না। তারপর ওদের ফোন বন্ধ। ফিরে এলাম। নিজ পকেট থেকে গাড়ি ভাড়া দিলাম ২২০০ টাকা।

ঘটনা -২ : গেল বছর পাকুন্দিয়াতে ওয়াজ শুনে এক মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত করেছিল। এ দিনেও কয়েকটা মাহফিল এসেছিল। নিইনি। গত ১ মাস আগেও যখন আমার এক বন্ধু অন্য একটা বিশাল মাহফিল রাখার ব্যাপারে ফোন করলে আমি ওই কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে, মাহফিল ঠিক আছে কি-না।

বলল, অবশ্যই ঠিক থাকবে। মাহফিলের আগের দিন জানাল যে, তারা তারিখ চেঞ্জ করেছে। আমার নাম্বার হারিয়ে ফেলেছিল বলে আমাকে জানাতে পারেনি।

অথচ তারা আগে জানালে অন্যরা সুযোগ নিতে পারত। অগ্রিম না নেয়ার কারণেই কি আমার সঙ্গে এহেন আচরণ? এদের কারণেই বক্তারা কঠোর হতে বাধ্য হয়।

খতিব; বায়তুশ শরফ জামে মসজিদ সাইনবোর্ড গাজীপুর

উৎসঃ আওয়ার ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়