শিরোনাম

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় জাভায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

লিপি পারভীন : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা যায়। দেশটির কর্তৃপক্ষ জানায়, জাভার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাতে শহরের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহর থেকে ৪৩ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০৫ কিলোমিটার দূরে জাকার্তা শহরেও কম্পন অনুভূত হয়। উপকূলীয় কিছু অঞ্চলে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি ওই এলাকায় আবারও হতে পারে। প্রচন্ড কম্পনে শহরের পর্যটকরা হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় এই ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০০৪ সালে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ। দ্য ইন্ডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়