শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

শনিবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ট্রাকে আওয়ামী লীগের বিজয় র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের আশাবাদ এবং সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান দিয়ে সম্পন্ন হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারের বিজয় দিবসের শোভাযাত্রা।

শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন এই ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বরে হবে। আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে জয় বাংলাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াইয়ে মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে আবারও বিজয়ী হব।

তিনি বলেন, জয় বাংলা কী? জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। এই মুক্তিযুদ্ধের রণধ্বনি যারা স্বীকার করে না, যারা উচ্চারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবে। বিজয়ের পতাকা উড়বে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়ায়।

দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে আবারও ঐক্যবদ্ধ হব।

এরপর সাধারণ সম্পাদক নিজেই স্লোগান ধরেন এবং নেতাকর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মেলান। নৌকা নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক এবং মওলানা ভাসানীর নৌকা বলে প্রায় দুই মিনিট স্লোগান দেন ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় আয়োজিত এ শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী ব্যান্ডপার্টি, ঢাকঢোল, সাউন্ড সিস্টেম পিকআপ, ট্রাক সহকারে অংশ নেন। অনেকে লাল-সবুজের আদলে শাড়ি-পাঞ্জাবি পরে এতে অংশ নেন।

বিজয় শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির উচ্ছ্বাস-আনন্দে উদ্বেলিত হয়ে কাদের বলেন, আমার মনে হয়, আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্মরণাতীত কালের বৃহত্তম শোভাযাত্রা হিসেবে সবার কাছে প্রদর্শিত হবে।

এরপর বেলুন উড়িয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, এনামুল হক শামীম, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, এস এম কামাল হোসেন প্রমুখ।

এছাড়া মহিলা আওয়ামী লীগ উত্তরের সভাপতি শাহেদা তারেক দীপ্তি, যুব মহিলা লীগ উত্তরের সভাপতি সাবিনা আকতার তুহিন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এরপর সেখান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়