শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মহিলা ফুটবলে রোববার বাংলাদেশ -নেপাল মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের মিশন শুরু হবে নেপালের বিপক্ষে। চার দেশের এই টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করার লক্ষ্য স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটনের। নেপালকে কোনও রকম ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ।

এদিকে, ২০১৫ সালের এএফসি’র বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল বাতিল হয়েছিল নেপালের ভয়াবহ ভূমিকম্পে। সেবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা দলকে নেপাল ফুটবল কর্তৃপক্ষ সাহায্য করেছিল খুব। সেই সহযোগিতার কথা ভুলে যাননি ছোটন, ‘প্রতিনিয়তই এই দলগুলোর সঙ্গে আমাদের দেখা হয়। আমাদের মধ্যে আন্তরিক একটা সম্পর্কও আছে। ২০১৫ সালে ভূমিকম্পের সময় আমরা টুর্নামেন্ট খেলতে নেপালে ছিলাম, সে সময় তারা আমাদের যেভাবে সহযোগিতা করেছিল, সে জন্য আবারও ধন্যবাদ।’

তবে মাঠের লড়াইয়ে এতটুকু ছাড় দিতে রাজি নন তিনি, ‘মাঠের বাইরের আন্তরিকতা আর মাঠের খেলা এক নয়। মাঠের খেলা মানে যুদ্ধ, তো যুদ্ধ জয়ের জন্য আমরা সবকিছুই করব। নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে জয়ের চেষ্টা করব।’

বাংলাদেশের পুরুষ ফুটবল দলের অবস্থা শোচনীয় হলেও মেয়েরা এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১০০ নম্বরে। যদিও র‌্যাংকিং নয়, মাঠের খেলাতেই নজর ছোটনের, ‘র‌্যাংকিংয়ের ১০০ নম্বরে ওঠা ভালো খবর, কিন্তু আমরা ওটা এখন আর মনে রাখছি না। মাঠের খেলার দিকেই নজর দিচ্ছি।’

ঘরের মাঠে খেলা, তাই নিজেদের পারফরম্যান্স নিয়ে দারুণ আশাবাদী অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক মারিয়া মান্ডা, ‘নিজেদের মাঠে খেলা। এই সুযোগ কাজে লাগাতে সর্বশক্তি নিয়ে আমরা খেলতে নামব। জয়ের চেষ্টা করব। এর আগে নেপালকে আমরা ৯-০ গোলে হারিয়েছিলাম। তাছাড়া আমরা কোনও চাপ অনুভব করছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়