শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয় বছরের শাসনামলে আওয়ামী লীগের আট প্রবীণ রাজনীতিকের চিরবিদায়

 

রিকু আমির : আওয়ামী লীগের নয় বছরের শাসনামলে ( ২০০৮ থেকে ২০১৭ সাল) দলের বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিক চিরতরে বিদায় নিয়েছেন। ভরা যৌবন নিয়ে একসময় আওয়ামী লীগের রাজনীতিতে জোরালো-সক্রিয় ভূমিকা ছিল তাদের। কিন্তু প্রকৃতির নিয়মে সেই যৌবন শেষে চিরতরে পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। এই ‘তারা’দের দলে সর্বশেষ যুক্ত হলেন- ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাড. মোহাম্মদ ছায়েদুল হক।

বিজয় দিবস- ২০১৭ এর দিন সকাল সাড়ে আটটায় ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন মাসেরও বেশি সময় যাবৎ তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আওয়ামী লীগের নয় বছরের শাসনামলে আট জনেরও বেশি প্রবীণ রাজনীতিকের মৃত্যু ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- আবদুল জলিল ভূঁইয়া, জিল্লুর রহমান, সুরঞ্জিত সেনগুপ্ত, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, ইসহাক মিয়া, প্রমোদ মানকিন, মুজিবুর রহমান ফকির, এবিএম মহিউদ্দিন চৌধুরী।

৭৩ বছর বয়সে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করেন চট্টলার বীর হিসেবে খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দীন চৌধুরীর জন্ম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে। তিনি ১৯৯৪ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং ২০০৫ সালের মেয়র নির্বাচনে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মন্ত্রীকে পরাজিত করে তৃতীয়বারের মতো চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ৭১ বছর বয়সে। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই নেতা। সুনামগঞ্জে জন্মগ্রহণকারী সুরঞ্জিত সেনগুপ্ত ২০০৮ সালে রেলমন্ত্রী নিযুক্ত হন। পরে দপ্তরবিহীন মন্ত্রী করা হয় তাকে। সংসদে ভাল বক্তা হিসেবেও তার সুখ্যাতি আছে।

২০১৭ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়া মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এই ব্যক্তির মৃত্যুকালে বয়স ছিল ৮৭ বছর। সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।

২০১৬ সালের ৫ এপ্রিল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ৮৭ বছর বয়সেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফাজ্জল হোসেন মুকুল দীর্ঘ ৪০ বছর টাঙ্গাইল জেলা আওয়ামী লাগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য নির্বাচিত হন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থাকাবস্থায় ২০১৬ সালের ১১ মে অ্যাড. প্রমোদ মানকিন ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে গারো পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্রমোদ মানকিন।

২০১৬ সালের ২ মে ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ৫ বছর। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। মৃত্যুর সময় তিনি ময়মনসিংহ ৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী থাকাবস্থায় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ মহসীন আলী। ৬৬ বছর বয়সী মহসীন আলী ১৯৯২ সালে শ্রেষ্ঠ পৌরসভা চেয়ারম্যানের পুরষ্কার অর্জন করেছিলেন। মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মহসীন আলী স্থানীয় আওয়ামী লীগের উচ্চপদে দীর্ঘসময় নেতৃত্ব দিয়েছিলেন।

২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মুক্তিযোদ্ধা, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য আব্দুল জলিল। তার বয়স ছিল ৭৪ বছর। ওয়ান ইলেভেনে বিতর্কিত ভূমিকার জন্য জীবনের শেষদিকে দলে উল্লেখযোগ্য কোনো পদে রাখা হয়নি দলের একসময়কার এই সাধারণ সম্পাদককে। শেষ দিকে তিনি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

একই বছরের ১০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের আরেক বর্ণাঢ্য রাজনীতিক জিল্লুর রহমান। ৮৪ বছর বয়স্ক এই প্রবীণ রাজনীতিক ১৯তম রাষ্ট্রপতি থাকাবস্থায় অসুস্থ্য হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিশোরগঞ্জ জেলার ভৈরবের সন্তান জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়