শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১১:২৯ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন না করে লিগ শুরু করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নয় আপাতত এই কমিটির অধীনেই প্রিমিয়ার লিগ হকি চালু করার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তবে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রশিদ শিকদার মনে করেন নির্বাচন না করে লিগ চালু করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যাতে জটিলতা আরো বাড়বে।

চরম অস্থিরতা, স্থবিরতা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে দেশের দারুণ সম্ভাবনাময় খেলা হকি। প্রতি সপ্তাহের ব্যবধানেই যেন পাশার দান উল্টে যাচ্ছে দেশের হকিতে। সঙ্গে বন্যার কারণে দেখিয়ে গেলো আগস্টে স্থগিত নির্বাচন নিয়ে বেড়েই চলেছে জটিলতা

হকিতে কোন কমিটি না থাকায় আটকে আছে বিজয় দিবস কাপ, প্রিমিয়ার লিগসহ হকির সব ধরণের কার্যক্রম। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আপাতত শেন দৃষ্টি নির্বাচন নয় বরং মাঠে খেলা ফেরানোয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘নির্বাচন সম্পর্কে এই মুহূর্তে আমি কিছু বলছি না। এখন আমাদের মূল লক্ষ্য লিগটাকে মাঠে আনা। সেই জন্য এই লিগটাকে সফল করার জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনা করবো।’

হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমাতুল্লাহর অকাল মৃত্যুতে নতুন মেরুকরণ শুরু হয় দেশের হকিতে। তাইতো নির্বাচন বাদ দিয়ে লিগ শুরু করাটা, সেই মেরুকরণের অংশ বলেই মনে করছেন এই নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রশিদ শিকদার।
এদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রশিদ শিকদার বলেন, আমি জানি না কেন কী কারণে হকি ফেডারেশনের নির্বাচনটা স্থগিত হয়ে আছে। মাঠে লিগ চালাতে লীগ কমিটি লাগবে। সেই লিগ কমিটিও গঠন করা হয়নি। তাহলে মাঠে খেলাটা কিসের ভিত্তিতে ক্লাবগুলো চালিয়ে নিবে। সেই বিষয়গুলো আগে ঠিক করতে হবে।

তিনি আরও বলেন, সবাই বলে লিগটা শুরু করতে হবে। কিন্তু লীগটা কিসের নিয়মে মাঠে হবে সেটাও আগে ঠিক করতে হবে।

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার দাবিতে গেলো সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদে উকিল নোটিশ পাঠান বেশ কিছু কাউন্সিলর পদপ্রার্থী। শেষ পর্যন্ত তাতে কাজ না হলে শীঘ্রই আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান আব্দুর রশিদ শিকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়