শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বিশ্বকাপ থেকে বহিষ্কার হতে পারে স্পেন

আক্তারুজ্জামান: ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে ২০১৮ বিশ্বকাপ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিলো স্বয়ং বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, যেটা ফিফার আইনের পরিপন্থী। এমন অভিযোগে দেশটির ফেডারশেনকে এমন হুঁশিয়ারি দিলো তারা। স্পেন ফেডারেশনকে পাঠানো চিঠিতে ফিফা বলে, ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে রাজনেতিক হস্তক্ষেপ হলে ২০১৮’র বিশ্বকাপে নিষিদ্ধ করা হবে স্পেনকে।

দুর্নীতির দায় নিয়ে সভাপতি অ্যাঙ্গেল মারিয়া ভিয়ারের পদত্যাগের পর গত জুলাই থেকে স্পেন ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান লুইস লারিয়া। আর ফেডারেশনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে যে কোনো দেশকে নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা রাখে ফিফা।

ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আমলে নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) সতর্ক করে দিয়েছে ফিফা। তারা জানিয়েছে, যদি রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি প্রমাণ হয়, তবে নিষিদ্ধ করা হবে স্পেনকে। এতে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে পারবে না ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

একই রকম অভিযোগে নিষিদ্ধ হয়েছিল কুয়েত। এমনকি ২০১০ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এই স্পেনকেও। তবে তখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। -মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়