শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী জন্মের আনন্দ

মুফতি আবদুল্লাহ তামিম: নারী জন্মের আনন্দ, নারীত্বের মাঝে লুকিয়ে থাকা মাতৃত্বই শ্রেষ্টত্ব। মেয়েদের মেয়ে হয়ে জন্মানো কোন পাপ নয়। এটা গর্বের। মেয়েদের মাধ্যমেই পৃথিবীতে নবী, রাসূল, সিদ্দীকীন, সালেহীন, শহীদগণ এসেছেন। তাই নারীকে অবহেলা করার কোন সুযোগ নেই। বরং নারী সৃষ্টি আল্লাহর নিদর্শনসমূহের একটি।

ভাল দ্বীনদার নারী জাহান্নামের প্রতিবন্ধকও বটে। মহান রাব্বুল আলামীন বলেন, “নভোম-ল ও ভূম-লের রাজত্ব আল্লাহ তা’য়ালারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। (সুরা শুরা-৪৯-৫০) আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই শ্রেণী থেকে জোড়া সৃষ্টি করেছেন। (সুরা নাহল-৭২)

আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। (সুরা রুম-২১) হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যার তিনটি মেয়ে থাকে বা তিনটি বোন থাকে সে যদি তাদের সাথে সব সময় সদয় ব্যবহার করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযি-১৯১৮) হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, মেয়ে দিয়ে যাকে পরিক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের বিষয়ে ধৈর্যধারণ করে তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা (বাঁধা) হয়ে দাঁড়াবে। (

তিরমিযি-১৯১৯)  হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি দু’টো মেয়ে সন্তান লালন-পালন করবে সে আর আমি পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। এরপর তিনি দুটো আঙ্গুল ইশারা করে দেখালেন। (তিরমিযি-১৯২০)  হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কোন ব্যক্তির দু’টি কন্যা সন্তান থাকলে এবং তাদের সাথে উত্তম ব্যবহার করলে যত দিন তারা একত্রে বসবাস করবে, তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।  লেখক: কবি ও সাংবাদিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়