শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৪ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কারের সংক্ষিপ্ত তালিকা, বাদ পড়লো ‘খাঁচা’

বিনোদন ডেস্ক : ৯০তম অস্কারের বিদেশি ভাষার সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হলো। এখানে স্থান পায়নি বাংলাদেশ থেকে পাঠানো আকরাম খানের ‘খাঁচা’। তালিকায় নেই ভারতের ‘নিউটন’ও।

জমা পড়া ৯২টি ছবির মধ্য থেকে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ৯টি ছবি। শুক্রবার এগুলোর নাম ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

ছবিগুলো হলো ৭০তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী সুইডেনের রুবেন অস্টলান্ড পরিচালিত ‘দ্য স্কয়ার’। কান উৎসবে প্রশংসিত জার্মানির ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’, রাশিয়ার আন্দ্রেই জিভিয়াজিন্তসেভের ‘লাভলেস’ ও ইসরায়েলের স্যামুয়েল মাওজ পরিচালিত ‘ফক্সট্রট’ও স্থান পেয়েছে।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া অন্য পাঁচটি ছবি হলো— চিলির সেবাস্তিয়ান লেলিও পরিচালিত ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’, হাঙ্গেরির ইলদিকো ইনিয়েদির ‘অন বডি অ্যান্ড সৌল’, লেবাননের জিয়াদ ডুয়েইরির ‘দ্য ইনসাল্ট’, সেনেগালের অ্যালেইন গোমিস পরিচালিত ‘ফেলিসিট’ ও দক্ষিণ আফ্রিকার জন গ্রেনগোভের ‘দ্য উন্ড’।

আগামী বছরের ১২ থেকে ১৪ জানুয়ারি নিউ ইয়র্ক, লন্ডন, লস অ্যাঞ্জেলেসে ও সান ফ্রান্সিসকো বে এরিয়ায় এ ৯টি ছবির দেখবেন অ্যাকাডেমির সদস্যরা। তাদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি। তারপর সেরা হবে একটি ছবি।

৯০তম অস্কারের মনোনয়ন তালিকায় ঘোষণা করা হবে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৪ মার্চ বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়