শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫২ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় ময়লা ফেললে জরিমানাসহ বেত্রাঘাত!

ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরে রাস্তায় ময়লা ফেললে দুই হাজার টাকা জরিমানাসহ পশ্চাতে ৫০বার বেত্রাঘাত দেওয়া হবে। এমন একটি নোটিশ সড়কের পাশে খুঁটিতে ঝুঁলানো হয়েছে। এতে লেখা রয়েছে ‘দয়া করে ড্রামের ভিতরে ময়লা ফেলুন। যদি ড্রাম ছাড়া রাস্তায় ময়লা ফেলেন, তাহলে ২০০০ হাজার টাকা জরিমানাসহ পশ্চাতে ৫০বার বেত্রাঘাত করা হবে।’

লক্ষ্মীপুর শহর এলাকার মোহাম্মদ আলী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির এমন একটি সাইনবোর্ড (নোটিশ) গত কয়েকদিন থেকে ঝুলতে দেখা যাচ্ছে। ওই নোটিশের নিচে লিখা আছে-আদেশক্রমে মোহাম্মদ আলী সড়কের সচেতন নাগরিক।

শুক্রবার ওই স্থানে গিয়ে দেখা যায়, সেখানে তিনটি ড্রাম দেওয়া আছে। যদিও ড্রামের আশে পাশে কিছু ময়লা পড়ে থাকতে দেখা যায়, তবে বেশির ভাগ ময়লা ড্রামেই ফেলা হয়েছে। এখনো পর্যন্ত কারো কোন জরিমানার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মোহাম্মদ আলী সড়কে একটি নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে তিনটি ড্রাম দেওয়া আছে। এলাকার অসচেতন কয়েকটি পরিবার ময়লা ড্রামের ভেতরে না রেখে রাস্তার ওপর ফেলে যায়। এতে পরিবেশ হুমকিতে মুখে পড়ে; দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারী অতিষ্ট। ওইসব পরিবারকে বলেও কোনো ফল আসছিলো না। যে কারণে ওই এলাকার কয়েকজন খুঁটিতে এই নোটিশ ঝুলিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়