শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১১:৩১ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৭, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার সেই সেলফি তোলা বাঁদর এবার ‘পার্সন অফ দ্য ইয়ার’

সাঈদা মুনীর : নিজে নিজে ক্যামেরার বোতাম টিপে একগাল হেসে সেলফি তুলেছিল সে। নারুতো নামে ইন্দোনেশিয়ার সেই বাঁদর আজ পার্সন অফ দ্য ইয়ার।

তাকে এই স্বীকৃতি দিয়েছে পশু অধিকার সংস্থা পেটা। তারা বলেছে, কালো রঙের এই বাঁদর কোনও বস্তু নয়, সে জীব। তাই এই সম্মান সে পেতেই পারে।

২০১১-য় নারুতো ইংল্যান্ডের ফটোগ্রাফার ডেভিড স্টেলারের ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরিয়ে ক্যামেরার বোতাম টিপে দেয়। উঠে যায় তার নিখুঁত ছবি।

বাঁদরের তোলা ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় কিন্তু ডেভিড বলেন, তাঁর ক্যামেরায় তোলা হয়েছে ছবি, তাই কপিরাইটের অধিকার তাঁরই। উল্টোদিকে পেটাও দাবি করে, ৬ বছরের নারুতোকেই ওই ছবির ¯স্রষ্টা ও মালিক ঘোষণা করতে হবে। সেই প্রথম কোনও পশুকে কারও সম্পত্তি বলে ঘোষণা করার বদলে তাকেই সম্পত্তির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে দায়ের হয় মামলা।

আন্তর্জাতিক এই মামলার রায় বেরিয়েছে । আদালত বলেছে, ডেভিড ওই সেলফি ব্যবহার করে বা তা বিক্রি করে আয় করা অর্থের ২৫ শতাংশ ইন্দোনেশিয়ার ওই প্রজাতির বাঁদরদের সংরক্ষণে ব্যয় করবেন।

সূত্র : ইন্ডিয়া টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়