শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ০৭:২৩ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভ বচ্চনের চেয়েও ভালো অভিনেতা মোদী: তরুণ গগৈ

হিরন্ময় ভট্টাচার্য, গুয়াহাটি: আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, অভিনেতা অমিতাভ বচ্চনের চেয়েও ভালো অভিনেতা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। অভিনয় করে মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে দস্যুর মতো তিনি লুট করেছেন সাধারণ মানুষের টাকা।
বিমুদ্ৰায়নের বৰ্ষপূৰ্তি উপলক্ষে বুধবার আসাম প্ৰদেশ কংগ্ৰেস আহূত কালো দিবসের অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গুয়াহাটি মহানগরের সোনারাম খেলার মাঠে অনুষ্ঠিত কালো দিবসের অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ তুলোধোনা করেছেন প্ৰধানমন্ত্ৰী মোদীকে।
তাঁর এককালের চোখের মণি বর্তমানে রাজ্যের বিজেপি নেতা তথা বহু দফতরের মন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা এবং তৃণমূল কংগ্ৰেস ত্যাগী পশ্চিমবঙ্গের মকুল রায়কেও ছেড়ে কথা বলেননি তরুণ গগৈ। তিনি বলেন, ‘বিজেপি-র কাছে আমরা কংগ্রেসিরা চোর, কিন্তু হিমন্তবিশ্ব শৰ্মা বা মুকুল রায় কী?’ অহ্ এরা চোর নন, সাধু, সন্ন্যাসী। বিজেপিতে যোগদান করেই এঁরা সত্যনারায়ণ হয়ে গেছেন।’
তরুণবাবু আরও বলেন, আসন্ন পঞ্চায়েত নিৰ্বাচনে কংগ্ৰেসের বিজয়ধ্বজ যথারীতি উড়বে। তাছাড়া ১৯০০-এর লোকসভা নিৰ্বাচনেও কংগ্ৰেসের কাছে খড়কুটোর মতো ভেসে যাবে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় অনিবাৰ্য বলে জোরের সঙ্গে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ।
আসামের সাবেক মুখ্যমন্ত্ৰীর চ্যালেঞ্জ, সাহস থাকলে এখনই নিৰ্বাচনের ব্যবস্থা করা হোক। দেখা যাবে কত ধানে চাল।
এদিন বিমুদ্রায়নের বর্ষপূর্তিতে গোটা রাজ্যের সব প্রান্তেই কংগ্রেস কালোদিবস পালন করেছে। ডিব্রুগড়, তিনসুকিয়া, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, গোলাঘাট, মলবাডি, বরপেটা, দক্ষিণ শালমারা-হাটশিঙিমারি, যোরহাট, চরাইদেও, লখিমপুর, শিবসাগর, মাজুলি, ধেমাজি, হাফলং, হোজাই, পাঠশালা, মঙ্গলদৈ ইত্যাদি জেলায় অনুরূপ কালোদিবস পালন করেছে কংগ্রেস।
  • সর্বশেষ
  • জনপ্রিয়