শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:০২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই বয়সে আমি শুধু শান্তি চাই

শ্রেয়সী ঘোষ, কলকাতা: বোফর্স কেলেঙ্কারিই হোক বা পানামা পেপার- সব তদন্তে তিনি সব সময় প্রশাসনকে সাহায্য করেছেন কিন্তু জীবনের এই পর্যায়ে এখন তিনি শুধু শান্তির সন্ধানী। প্যারাডাইস পেপারে নাম ওঠার ঘটনায় বললেন অমিতাভ বচ্চন।
অমিতাভসহ ৭১৪ জন ভারতীয়র প্যারাডাইস পেপারে নাম রয়েছে। বলা হয়েছে, কর ফাঁকির জন্য বিদেশে লগ্নি করেছেন এরা। এ নিয়ে নিজের ব্লগে বিস্তারিত লিখেছেন বিগ বি। বলেছেন, কাল এমন অভিযোগ আবার উঠতে পারে, চলতেই পারে অভিযোগের পর অভিযোগ…
বৃহন্মুম্বই পুরসভার একটি নোটিশের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তাঁর পোস্ট। অভিযোগ, নিজের জমিতে বেআইনি নির্মাণ করেছেন তিনি। তারপর ধীরে ধীরে এসেছে পানামা পেপার, বোফর্স কাণ্ড সংক্রান্ত নানা প্রশ্ন, নানা অভিযোগ। তবে প্যারাডাইস পেপারের কথা তিনি বলেননি।
মেগাস্টার লিখেছেন, এই বয়সে ও জীবনের এই পর্যায়ে পৌঁছে এখন তিনি শুধু শান্তির সন্ধান করছেন, খ্যাতির বন্দিদশা থেকে স্বাধীনতা খুঁজছেন… যাতে ঝীবনের শেষ কয়েকটা বছর নিজের মত করে, নিজের ইচ্ছেয় কাটানো যায়।
তিনি বলেছেন, বিএমসির সেই নোটিশ এখনও তাঁর হাতে আসেনি কিন্তু সংবাদপত্রের রিপোর্টের ভরসায় তাঁর আইনজীবী ইতিমধ্যেই এ নিয়ে বিবৃতি দিয়েছেন।
যখন পানামা পেপারসে নাম উঠেছে বলে অভিযোগ উঠল তখনও তিনি বলেছেন, তাঁর ব্যাপারে ভুল খবর ছড়ানো হচ্ছে। কিন্তু সে কথা কেউ শোনেনি।
নানা প্রশ্নের জবাব দিতে দিতে, তদন্তকারী অফিসারদের মুখোমুখি হতে হতে তিনি ক্লান্ত। যদি এবারেও তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগ ওঠে তবে এবারেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি।  জানালেন, বিগ বি ।
আনিস/
  • সর্বশেষ
  • জনপ্রিয়